মন্দির

৩৫০ টনের আস্ত মন্দির সরানো হল ২৫ ফুট দূরে

না ভেঙ্গে আস্ত ভবন স্থানান্তরের প্রযুক্তি আজকাল তেমন আর আশ্চর্য্যের কিছু নয়। ২০১৯ সালের এপ্রিল মাসে ভারতের চেন্নাইয়ের মাদুরাইয়ে ৩৫০ টন ওজনের আস্ত একটি মন্দিরকে না ভেঙ্গে স্থানান্তরিত করা হয়েছিল।

মাদুরাই-নাথাম হাইওয়ে তৈরি করার জন্য ভেঙে ফেলতে হতো মাথাইয়াম্মান মন্দিরটিকে। মন্দিরের পুরোহিত এ দামোধরণ জানিয়েছিলেন, “মন্দিরটি সম্পূর্ণ ভেঙ্গে অন্যত্র স্থাপন করতে আনুমানিক এক কোটি বারো লক্ষ টাকা খরচ হতো। এরপর মন্দিরটি উত্তোলন ও স্থানান্তর করার বিকল্প পদ্ধতি সম্পর্কে জানতে পারি”

আরো পড়ুনঃ ভারতের এই রহস্যময় মন্দির বছরের ৮ মাস জলের তলায় থাকে

তিন মাস গ্রাউন্ড ওয়ার্কের পর ২০১৯ সালের ৫ এপ্রিল শুরু হয় এই মন্দির সরানোর কাজ। মন্দিরের কোন অংশ না ভেঙেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাথাইয়াম্মান মন্দিরটিকে।

২১ বছরের পুরনো ও ৩৫০ টন ওজনের এই মন্দিরকে মাটি থেকে পাঁচ ফুট উপরে তুলে সরানো হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় মন্দিরটি সরাতে খরচ হয়েছে মাত্র ২২ লক্ষ টাকা। মাত্র ত্রিশ জন শ্রমিকের দক্ষতায় এই মন্দিরটি সরানো হয়েছিল। হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম এই কাজের সার্বিক দায়িত্বে ছিল।

আরো পড়ুনঃ কর্ণ দ্রৌপদী কি একে অপরের প্রেমে পড়েছিলেন?

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!