বাস্তু টিপস

ঘরের ঘড়িও ডেকে আনতে পারে বিপদ, জানাচ্ছে বাস্তুশাস্ত্র

ঘরের ঘড়িও ডেকে আনতে পারে বিপদ, জানাচ্ছে বাস্তুশাস্ত্র

ঘড়ি কি শুধুই আমাদের সময় বলে দেয়? না সময় বলে দেয়ার পাশাপাশি সময়কে নিয়ন্ত্রণও করতে পারে ঘড়ি। অর্থাৎ ঘড়ি আমাদের ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারে? ভাবছেন এটা কীভাবে সম্ভব! তাহলে আর দেরী না করে চলুন জেনে নিই ঘরের ঘড়ি নিয়ে বাস্তুশাস্ত্র কী বলছে?

আরো পড়ুনঃ যে তিন ধরণের মেয়ে বিয়ের জন্য সবচেয়ে ভালো, জানাচ্ছে হিন্দুশাস্ত্র

  • ঘরের দক্ষিণ দেয়ালে ঘড়ি রাখলে তা নেতিবাচক ফল বয়ে আনে। পশ্চিম দেওয়াল বা উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখা ভালো। এতে করে গৃহের বাসিন্দাদের মনে ইতিবাচক মনোভাব তৈরী হয়।
  • বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই দেয়ালে ঠাঙিয়ে রাখা যাবেনা। যদি ব্যাটারি নষ্ট হয়ে থাকে, তবে দ্রুত নতুন ব্যাটারি লাগান। আর যদি ঘড়ি নষ্ট হয়ে থাকে তবে তা এক্ষুণি দেয়াল থেকে খুলে ফেলুন।
  • বাড়ির সদর দরজা বা প্রবেশপথে কোনভাবেই ঘড়ি লাগাবেন না। এতে ঘরে নেগেটিভ শক্তির সঞ্চার হয়।
  • সম্ভব হলে বাড়িতে পেন্ডুলাম ঘড়ি রাখুন। এতে গৃহে ইতিবাচক প্রভাব তৈরী হয় এবং সংসারে শান্তি বজায় থাকে।
  • দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখতে হলে শয়ণকক্ষে কখনোই ঘড়ি রাখা উচিত নয়। শয়ণকক্ষে ঘড়ি থাকলে পরষ্পরের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়।

আরো পড়ুনঃ এই ছয় রাশির মানুষ খুব অল্প সময়ে ধনী হয়ে উঠতে পারেন

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!