বেদ

জেনে নিন বেদ সম্পর্কে বিখ্যাত মনিষীদের বাণী

জেনে নিন বেদ সম্পর্কে বিখ্যাত মনিষীদের বাণী

পবিত্র বেদ সনাতন ধর্মের সংবিধানস্বরূপ। বেদের কথা, বেদের মন্ত্র, বেদের বাণী, বেদের গান সনাতন ধর্মানুসারী মাত্রই জানা উচিত। কিন্তু আমরা অনেকেই জানিনা বেদ কয়টি ও কি কি? বেদ চারটি যথাঃ সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋকবেদ। আমাদের অবশ্যই জানা উচিত বেদ কি? বেদ কয় প্রকার? বেদ কত প্রকার?

বেদ পাঠ করে অনেকেই বেদের ভুল নির্ণয়ের চেষ্টা করেন। বেদ সম্পর্কে বিখ্যাত মনিষীদের বাণী, বেদ নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখায়। অনেকেই বলে থাকেন হিন্দু বেদ বর্তমান যুগের সাথে চলনসই নয়। চলুন তবে জেনে নিই বেদ সম্পর্কে বিখ্যাত মনিষীদের বাণী যা বেদ সম্পর্কে আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগাবে।

Leave a comment

Back to top button
error: Content is protected !!