Videosমন্দির

তিরুপতি বালাজি মন্দিরের অলৌকিক ইতিহাস ও অজানা কাহিনী!

হিন্দু বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন।

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত মন্দির বেঙ্কটেশ্বর মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরটিকে ‘কলিযুগ বৈকুণ্ঠম্‌’ বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় ‘কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্‌’ (কলিযুগের প্রত্যক্ষ দেবতা)। বেঙ্কটেশ্বর ‘বালাজি’, ‘গোবিন্দ’ ও ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত।

আরো পড়ুনঃ জেনে নিন মায়াপুর ইসকন মন্দিরের ইতিহাস ও ভ্রমণ গাইড

সনাতন পন্ডিতের আজকের এই ভিডিও থেকে আমরা জানবো, বেঙ্কটেশ্বর মন্দির সম্পর্কে নানা অজানা তথ্য।

আরো পড়ুনঃ বৌদ্ধ প্রধান মিয়ানমারে হিন্দুরা যেভাবে এখনো টিকে আছে

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!