কুম্ভ সংক্রান্তি ২০২০ কবে? কুম্ভ সংক্রান্তি কেন পালন করা হয়?

কুম্ভ সংক্রান্তি ২০২০ কবে? কুম্ভ সংক্রান্তি। কুম্ভ সংক্রান্তি কেন পালন করা হয়? কুম্ভ মেলা। কুম্ভ মেলা কি? কুম্ভ মেলা ২০২০। সংক্রান্তি ২০২০। ২০২০ কুম্ভ সংক্রান্তি। কুম্ভ সংক্রান্তি ২০২০ তারিখ। Kumbha Sankranti | Kumbha Sankranti 2020| Kumbha Sankranti Date| Kumbha Sankranti Date and Time| Significance of Kumbha Sankranti| কুম্ভ সংক্রান্তির মাহাত্ম্য।
কুম্ভ সংক্রান্তি কাকে বলে, জানেন আপনি? সূর্য যেদিন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, সেদিনটিকে কুম্ভ সংক্রান্তি বলে। কুম্ভ সংক্রান্তির মাধ্যমে হিন্দু সৌর পঞ্জিকার এগারোতম মাসের সূচনা হয়। কুম্ভ সংক্রান্তিতে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কুম্ভমেলা পালিত হয়। লক্ষ লক্ষ মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে কুম্ভমেলা প্রাঙ্গণ।
সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর পালিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে (প্রয়াগরাজ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।

সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী কুম্ভ সংক্রান্তি পালন করলেও পূর্ব ভারতে এটি বেশী গুরুত্ব সহকারে পালিত হয়। কুম্ভ সংক্রান্তির মাধ্যমে বাংলা ফাল্গুন মাসের সূচনা হয়।
আরো পড়ুনঃ 2020 হিন্দু ক্যালেন্ডার: তারিখ ও উৎসব
কুম্ভ সংক্রান্তি ২০২০ পালিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২০, বৃহস্পতিবার।
কুম্ভ সংক্রান্তি ২০২০ এর পূর্ণাঙ্গ সময়সূচী
তারিখ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার |
সূর্যোদয় | সকাল ৭ঃ০৪ মিনিট |
সূর্যাস্ত | সন্ধ্যা ৬ঃ১৭ মিনিট |
পূণ্যকাল মুহূর্ত্ব | সকাল ৮ঃ৪৫ মিনিট থেকে বিকাল ৩ঃ০৯ মিনিট পর্যন্ত। |
মহা পূণ্যকাল মুহূর্ত্ব | দুপুর ২ঃ৪৫ থেকে বিকাল ৩ঃ০৯ মিনিট পর্যন্ত। |
সংক্রান্তি মুহূর্ত্ব | বিকাল ৩ঃ০৯ মিনিট |
কুম্ভ সংক্রান্তিতে যা অবশ্যই মেনে চলা উচিত
- অন্য সব সংক্রান্তির মতো কুম্ভ সংক্রান্তিতেও ব্রাহ্মণদের খাবার, কাপড় ও অন্যান্য দ্রব্যাদি দান করতে হয়।
- কুম্ভ সংক্রান্তির দিন সকালে পবিত্র গঙ্গা নদীতে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। তবে গঙ্গা ছাড়াও এদিন যমুনা, গোদাবরী, সরস্বতী ও শিপ্রা নদীতে স্নান করলেও মোক্ষ লাভ হয়।
- এদিন বিশুদ্ধ মনে মা গঙ্গার স্তব ও প্রার্থনা করতে হয়। এতে করে মা গঙ্গার কৃপায় জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

এক নজরে ২০২০ থেকে ২০২৭ পর্যন্ত কুম্ভ সংক্রান্তির তারিখ দেখে নিন
সাল | তারিখ ও দিন |
২০২০ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার |
২০২১ | ১২ ফেব্রুয়ারি, ২০২১, শুক্রবার |
২০২২ | ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার |
২০২৩ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার |
২০২৪ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার |
২০২৫ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার |
২০২৬ | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার |
২০২৭ | ১৩ ফেব্রুয়ারি ২০২৭, শনিবার |
আরো পড়ুনঃ একাদশীতে কী কী করা যাবেনা ও কী কী খাওয়া যাবেনা