2020 Hindu Festivals Dateহিন্দু ক্যালেন্ডার

বাসন্তী পূজা ২০২০ এর পূর্ণাঙ্গ নির্ঘন্ট ও সময়সূচী

বাসন্তী পূজা ২০২০ এর পূর্ণাঙ্গ নির্ঘন্ট ও সময়সূচী! ১৪২৬ বাসন্তী পূজার সময়সূচী!

হিন্দুশাস্ত্রমতে, বছরে দুইবার দুর্গাপূজা করার বিধি রয়েছে। একবার আশ্বিন মাসে, আরেকবার চৈত্র মাসে। আশ্বিন মাসের দুর্গাপূজাকে শারদীয়া দুর্গাপূজা ও চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত।

চৈত্রমাসের শুক্লপক্ষে বাসন্তী দুর্গাপূজা করা হয়।  চলুন জেনে নিই বাসন্তী পূজা ১৪২৬ এর পূর্ণাঙ্গ সময়সূচী ও নির্ঘন্ট।

১৪২৬ সন তথা ২০২০ সালের শ্রীশ্রীবাসন্তী দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বাসন্তী পূজা ১৪২৬

ষষ্ঠী তিথি আরম্ভ
বাংলা তারিখ: ১৫ চৈত্র ১৪২৬, রবিবার
ইংরেজি তারিখ: ২৯/০৩/২০২০
সময়: রাত্রি ০২টা ০২ মিনিট থেকে

ষষ্ঠী তিথি শেষ
বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার
ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০
সময়: রাত্রি সওয়া ৩টা পর্যন্ত

শ্রীশ্রীবাসন্তী দুর্গাষষ্ঠী
সময়: অশোক ষষ্ঠী, মতান্তরে স্কন্দষষ্ঠী, সায়ংকালে শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। (কামরূপীয় নিবন্ধানুসারে সকাল ৯টা ৩৯ মিনিটের মধ্যে) শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী তিথি আরম্ভ
বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার
ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০।
সময়: রাত্রি সওয়া ৩টে থেকে।

সপ্তমী তিথি শেষ
বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার
ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।
সময়: রাত্রি ৩টে ৫০ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রী দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজা:
বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার
ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।
সময়: পূর্বাহ্ন ৯টা ৩৯ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৭ মিনিট মধ্যে। পুনরায় ৮টা ৩৮ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর ঘোটকে আগমন
ফল: ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

অষ্টমী তিথি আরম্ভ
বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার
ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০
সময়: রাত্রি ০৩টে ৫০ মিনিট থেকে

অষ্টমী তিথি শেষ
বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার
ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।
সময়: রাত্রি ০৩টে ৪১ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা
বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার
ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।
সময়: পূর্বাহ্ন ০৯টা ৩৮ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩৬ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। শ্রীশ্রীঅন্নপূর্ণা পূজা।

সন্ধিপূজারম্ভ
সময়: রাত্রি ৩টে ১৭ মিনিট থেকে
সন্ধিপূজা সমাপন:
সময়: রাত্রি ০৪টে ০৫ মিনিট মধ্যে।

বলিদান
সময়: রাত্রি ৩টে ৪১ মিনিটের পর
শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অর্দ্ধরাত্রি বিহিত পূজা:
সময়: রাত্রি ১১টা ১৬ মিনিট থেকে রাত্রি ১২টা ০৪ মিনিটের মধ্যে।

নবমী তিথি আরম্ভ
বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার
ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।
সময়: রাত্রি ০৩টে ৪১ মিনিট থেকে।

নবমী তিথি শেষ
বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার
ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।
সময়: রাত্রি ২টো ৪৩ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা
বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।
সময়: পূর্বাহ্ন ৯টা ৩৮ মিনিটের মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবমীবিহিত পূজা ও কেবল নবমী কল্পারম্ভ, শ্রীশ্রীভুবনেশ্বরীদেব্যাবির্ভাব ক্রোধরাত্রি নিমিত্তানুষ্ঠান, শ্রীশ্রীরামনবমী, শ্রীশ্রীরামজয়ন্তী।

দশমী তিথি আরম্ভ
বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।
সময়: রাত্রি ২টো ৪৩ মিনিট থেকে।

দশমী তিথি শেষ
বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।
ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।
সময়: রাত্রি ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন
বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।
ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।
সময়: সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮টা ৩৬ মিনিটের মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর দোলায় গমন
ফল: দোলায়াং মরকং ভবেৎ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!