দেবীপক্ষে মহিষমর্দিনীকে তুষ্ট করতে কী নিবেদন করবেন এবং কী দেবেন না তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। তবে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে, যা অর্পণ করলে দেবী দুর্গার অশুভ প্রভাব পড়তে পারে।
নবরাত্রির ৯ দিনে দুর্গার নয়টি রূপের পূজা করার বিধান রয়েছে। দুর্গার প্রতিটি রূপকে বিভিন্ন রঙের ফুল নিবেদন করা হয়। এই সময় দুর্গাকে সর্বদা তাজা, সুগন্ধি ও লাল ফুল নিবেদন করা উচিত।
নবরাত্রির পুজোয় লাল রঙের ফুল ব্যবহার করা হয়। এই সময় ভুল করেও দুর্গাকে ধতুরা, হরিঙ্গর, বেল ইত্যাদি ফুল অর্পণ করা উচিত নয়। এতে করে দুর্গার বিরক্তি ও রাগের রোষে পড়তে হতে পারে।
পূজায় অক্ষতের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে অক্ষত ছাড়া কোনও পূজা বা আচার সম্পূর্ণ হয় না। এই কারণেই পূজায় অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।