Bengali CalendarFeaturedবাংলা পঞ্জিকা ১৪২৮বিয়ের তারিখ ১৪২৮

১৪২৮ সালের গাত্রহরিদ্রার সঠিক তারিখ ও সময়সূচী

এক ঝলকে দেখে নিন ১৪২৮ সালের গাত্রহরিদ্রার সঠিক তারিখ ও সময়সূচী

গাত্রহরিদ্রা ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ রাষ্ট্রে বসবাসকারী বাঙালি হিন্দুদের বিবাহ-সংক্রান্ত নিজস্ব প্রথা ও রীতিনীতি। সংস্কৃত ভাষায় এই রীতিকে বলা হয় গাত্রহরিদ্রা। তবে বাংলাদেশে এটি গায়ে হলুদ নামে অধিক পরিচিত।

হিন্দু ধর্মে কয়েকটি জিনিসকে শুভ বলা হয়। যেমন শঙ্খধ্বনি, হলুদ ইত্যাদি। গাত্রহরিদ্রায় প্রথমে বরকে ও নিতবরকে সারা গায়ে হলুদ মাখানো হয়। পরে সেই হলুদ কন্যার বাড়ি পাঠানো হয়। কন্যাকে সেই হলুদ মাখানো হয়।

সনাতন পন্ডিতের আজকের আয়োজন থেকে জেনে নেব গাত্রহরিদ্রা তারিখ ১৪২৮

১৪২৮ গাত্রহরিদ্রার তারিখ

মাসতারিখ
বৈশাখ ১৪২৮১১, ১৫, ১৯, ২৫, ২৯
জ্যৈষ্ঠ ১৪২৮৫, ৮, ৯, ১১, ১৩, ১৫, ১৬, ২০, ২২, ২৭
আষাঢ় ১৪২৮১, ৫, ৬, ১৬, ১৭, ১৯, ২২
শ্রাবণ ১৪২৮৫, ৮, ১১, ১৮, ২৩, ২৫, ২৭, ২৯
ভাদ্র ১৪২৮১, ৩, ৫, ১০, ১৩, ১৫, ২৩, ২৭, ৩০
আশ্বিন ১৪২৮৬, ৭, ১০, ১৬, ২০, ২১, ২৩, ২৮
কার্তিক ১৪২৮২, ৩, ৭, ১৩, ১৪, ১৮, ২৩, ২৪, ২৫
অগ্রহায়ণ ১৪২৮৪, ১৪, ১৫, ২১, ২২, ২৬
মাঘ ১৪২৮৬, ৭, ১৯, ২৩, ২৪, ২৭
ফাল্গুন ১৪২৮৪, ৮, ১১, ১২, ১৫, ১৯, ২৪

আরো দেখুনঃ
বাংলা পঞ্জিকা ১৪২৮
১৪২৮ শুভ বিবাহের তারিখ ও লগ্ন
সাধভক্ষণের তারিখ ১৪২৮
অন্নপ্রাশনের তারিখ ১৪২৮

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!