দেব-দেবীপৌরানিক কাহিনী

তান্ত্রিক দেবী ধূমাবতীর পূজা করলে কী হয় জানেন? দেবী ধূমাবতীর রহস্যময় কাহিনী!

হিন্দু পুরাণের দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা ধূমাবতী। কথিত আছে যে তিনি সিদ্ধিদাত্রী অথচ তাঁর আবির্ভাব কোনও এক অমঙ্গলের পূর্বাভাস দেয়। তন্ত্রসাহিত্যের বর্ণনা অনুসারে, তিনি নিরাভরণ এবং কুৎসিত। তিনি সাদা শাড়ি পরিহিতা এক বিধবা রমণী। কখনও তাঁর আগমন হয় অশ্বহীন একটি রথে আবার কখনও তাঁকে কাকের পিঠে চড়েও আসতে দেখা যায়। কাক হল ধূমাবতীর বাহন। তাঁর এক হাতে থাকে কুলো ও অন্য হাতে বরদা-মুদ্রা। সাক্ষাৎ ভয়ের প্রতিমূর্তি তিনি।

ধূমাবতী হলেন সপ্তম মহাবিদ্যা। ‘শক্তিসংগম তন্ত্র’ গ্রন্থ অনুযায়ী, পতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষরাজার যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন সতী। তখন সতীর দগ্ধ দেহ থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া থেকেই আবির্ভাব হয় ধূমাবতীর।

দেবী ধূমাবতী সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!