1427 Bengali CalendarBengali Calendar

জেনে নিন ১৪২৭ সালের সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচী

সূর্যগ্রহণ ১৪২৭

১৪২৭ সালে পৃথিবীতে দুটি গ্রহণ দৃশ্যমান হবে। দুটি গ্রহণই সূর্যগ্রহণ। এর মধ্যে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং অপরটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৪২৭ বঙ্গাব্দে কোন চন্দ্রগ্রহণ দেখা যাবেনা। চলুন তবে দেখে নেই সূর্যগ্রহণ ১৪২৭ কবে হবে।

এখানে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী গ্রহণের সময় দেয়া হলো। বাংলাদেশের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ মিনিট যোগ করে হিসাব করতে হবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ ১৪২৭

৬ আষাঢ় ১৪২৭, ২১ জুন ২০২০, রবিবার

ভারত ও বাংলাদেশে এই গ্রহণ খন্ডগ্রাসরূপে দৃশ্যমান হবে

গ্রহণ শুরুঃ 09:15 AM
বলয়গ্রাস শুরুঃ 10:18 AM
গ্রহণ মধ্যঃ 12:09 PM
বলয়গ্রাস সমাপ্তিঃ 02:01 PM
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): 03:03 PM
গ্রাসমানঃ ০.৯৯৩৬
গ্রহণের স্থিতিকালঃ ৫ ঘন্টা ৪৮ মিনিট
বলয়গ্রাসের সর্বোচ্চ স্থিতিঃ ১ মিনিট ১৭ সেকেন্ড

এই গ্রহণ দর্শনে শুভাশুভ ফল

এই গ্রহণ মেষ, বৃষ, সিংহ, মকর ও কুম্ভরাশির জাতক-জাতিকা কর্তৃক দর্শনে শুভ ফলদায়ক। তবে উক্ত রাশি হলেও জন্মতারার জন্য মৃগশিরানক্ষত্রাশ্রিত বৃষ রাশির, ধনিষ্ঠানক্ষত্রযুক্ত মকর ও কুম্ভ রাশির দর্শনে অশুভ।

আরো দেখুনঃ ২০২০ সালের অমাবস্যার সঠিক তিথি ও সময়সূচী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪২৭

২৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার

গ্রহণ শুরুঃ 07.03 PM
পূর্ণগ্রাস শুরুঃ 08:02 PM
গ্রহণ মধ্যঃ 09.43 PM
পূর্ণগ্রাস সমাপ্তিঃ 11.23 PM
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): 12.22 AM
গ্রাসমানঃ ১.০২৪৫
গ্রহণের স্থিতিকালঃ ৫ ঘন্টা ১৯ মিনিট
পূর্ণগ্রাস স্থিতিঃ ৩ ঘন্টা ২১ মিনিট

বাংলাদেশ ও ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবেনা। এই গ্রহণ প্রশান্ত মহাসাগরের দক্ষিণভাগে, গ্যালাপোগস দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ ব্যতীত, এন্টার্কটিকার কিছু অংশে, আফ্রিকার দক্ষিণ ও পশ্চিমাংশের কিছু অংশে দৃশ্যমান হবে। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই।

আরো দেখুন
শুভ বিবাহ ১৪২৭
অন্নপ্রাশন তারিখ ১৪২৭
সাধভক্ষণ তারিখ ১৪২৭
গৃহ প্রবেশ তারিখ ১৪২৭
নববধু প্রবেশ তারিখ ১৪২৭
ভূমি ক্রয়-বিক্রয়ের তারিখ ১৪২৭

Leave a Reply

Back to top button
close
error: Content is protected !!